বিরান দুপুরে, অমাবশ্যায়,
চাঁদনী পহর রাতে,
সখীটার খোঁজে আসতো সখাটা
টেকসই অজুহাতে।
মাকে দেয়া ফাঁকি, সখীর আর নাই,
ঐসব দিন নাইরে,
নাকডাকা ঘুম সাহস জোটাতো,
পা টিপে ঘরের বাইরে।
জানতে চেয়ো না, সখা সখী কই,
কতটা গভীর অতলে,
ঐসব দিন, এই সব দিনে,
নিখোঁজ দলেবলে।