পরম দয়ালু ক্ষমাহীন নন,
মাথায় আউলা লাগে,
তেত্রিশ পাওয়া ছাত্র, অংক
মিলাতে ইচ্ছা জাগে।
এক পাও নেই, দুই হাতে তাই
হাত পা র কাজ চলে,
ক্ষমাহীন রোদে, সনাতন বোধে
যার যেটা খুশি বলে।
আমি তা পারিনা, আমি তা বলিনা,
তেত্রিশ নিয়ে যাই,
দাবানল সহ বিধবা সূর্য
অস্তাচলে পাই।