‌চোর না‌কি পা‌লি‌য়ে‌ছে,
খুঁ‌জে পে‌লে থাপড়াই,
এ বা‌ড়ি‌তে ও বা‌ড়ি‌তে
ঘু‌রে ফি‌রে আমরাই।

: খুঁজ‌লেও পা‌বে না তো,
কেন খুঁ‌জো বল‌বে?
: "পাতা‌নো",পাতা‌নো নয়,
বুঝা‌তে তা চল‌বে।

সাবা‌সির চাপড়া‌নি
বেহায়াটা চাই‌ছে,
চোর দ্যা‌খো সাধু হ‌য়ে
সাবা‌সি‌তে গাই‌ছে।