কেউ না কেউ তো ভাস‌বে ব‌লেই,
কেউ না কেউ তো ডু‌বে,
সকাল‌বেলার আমায়, সন্ধ্যা,
দেখ‌বে আ‌রেক রু‌পে।
কেউ না কেউ তো বাঁচ‌বে ব‌লেই,
কেউ না কেউ তো ম‌রে,
আজ‌কে তোমার পিঠার দাওয়াত,
আমার ছোট্ট ঘ‌রে।