পুড়িয়ে মেরেছে, হাঙ্গামা হবে,
রক্তে আগুন জ্বলে,
সহিংসতা ঠেকাতে লিডার,
অনশনে যেতে বলে।
শুয়ে বসে দেশে কিচ্ছু হয় না,
বলেছি, "ঘন্টা পাবে",
অনশনে বসে প্রতিবাদ করি,
অহিংস মনোভাবে।
শুইয়ে বসিয়ে ঝড়কে ঠেকিয়ে,
লিডার ফোকাস হারায়,
বুঝতে পারি সে এবার খেলবে,
ফোকাস পাবার ধারায়।
লিডারের হাতে মুরগীর ঠ্যাং,
অনশন শুনি ভাঙবে,
দফাগুলো বলে বৃহত্তর,
আন্দোলন সে ডাকবে।