মন চায় শ্লেট বিলকুল মুছে
ফের শুরু হাতে খড়ি,
ল্যাম্পপোস্টটাকে বিখ্যাত করে
ঈশ্বর হয়ে পড়ি।
মন চায় সব হাঁটছে যেখানে
বোল্ট এর মতো ছুটতে,
নাকডাকা ঘুম, কাকডাকা ভোর,
সবার আগে উঠতে।
মন চায় আরো বেশি বেশি করে
তোকে ভালোবাসা শিখতে,
করতে চাই যা করতে পারি না,
মন চায় সব লিখতে।