রাস্তায় ছিলো ল্যাম্পপোস্ট; তলে
বিদ্যাসাগর পড়তো,
লৌহকপাটে আটকানো দুখু
বিদ্রোহীদের গড়তো।
বজরায় বসে জগতের যতো
অংক মেলাতো রবি,
"তারায় তারায় রটিয়ে" দিতো
আমার প্রধান কবি।
যাদুকর দ্যাখো ছন্দে ছন্দে
ক্যামন খেলাটা খেললো!
টিমটিমে ট্রামে কবিদের কবি
নিজেকে হারিয়ে ফেললো।