তেতুল টকের টক্ গুলো সব,
না পারা জাগায় ঠান্ডায়,
উষ্ণতা ছাড়া অংক মেলে না,
ঘাটতি মেটে না প্রাণটায়।
"পারি নাই" গুলো ঘুম পাড়ে, জাগে,
জ্বালাতে কখনো সখনো,
অংক মেলানো ক্যাসিও কিনতে,
পারিনি এখনো তখনো।
তেতুল টকের চিনি মাখা মাখা
চাটনি বলো তো কেমন ?
উষ্ণ হাতের তেল মাখা মাখা
ডলাই মলাই যেমন।