ধর্মে পাওয়া বিশ্বাস থেকে
পরের লাইনটা বলি :
দুই কাঁধে দুই রাইটার নিয়ে
জীবন মরন চলি।
প্রত্যাখ্যানে তিতার স্বাদটা
ভুলতে পারিনা বলে,
ঘাড় থ্যাড়ামি, হজমশক্তি
সমান্তরাল চলে।
ভাই বেরাদার মওকা বুঝে
যখন অন্য দলে,
বাতাস ছাড়াই নাড়াই, শুনি
বীস্টকে বিউটি বলে।