মাত্রা ছাড়ানো বাগাড়ম্বরে
হতাশ, কাহিল, স্তব্ধ,
একা বসে খুঁজি নির্জন তট,
নিরিবিলি, নিস্তব্ধ।
নিস্তব্ধতা ভালোবাসি, দ্যাখো,
নির্জন হতে পারি না,
একা একা বসে সাত পাঁচ ভাবি,
দরকারি, দরকারি না।
ভালো কি, ভালো না, বুঝতে বুঝতে
সময় দাঁড়িয়ে রয় না,
একা একা একা চলতে চলতে,
তারপর চলা হয় না।