বাণী কপচায়,
বা‌কি সব যায়,
থা‌কে বাণীভরা,  
বইগু‌লো;
চা‌টে তেলা‌পোকা,
প‌রে আ‌রো বোকা,
শী‌তে পোড়া দেয়,
ঐগু‌লো।