বেকুবের নাকি কলিজাটা বড়,
আর কি কি আছে তার?
কেউ যদি জানো লিস্টটা পাঠিও,
জানা খুব দরকার।
সাবধান বাণী পাইনি বলিনা,
পেয়েছে বেকুব শোনেনি,
বাঙ্গাল থেকে কাঙ্গাল হয়ে
উঠবার আগে গোনেনি।
নিজের কাছে নিজের প্রশ্ন
"আর কি ফেরত পাবি?"
আমার ঘন্টা মিনিট সেকেন্ড
দেউলিয়া হয়ে ভাবি।
রসাতল নিয়ে ভাবতে চাইনা,
ভাবলে ঘেন্না জাগে,
যা কিছু সেখানে খরচ হয়েছে,
সব অপচয় লাগে।
আবার নৌকা পানিতে নেমেছে,
ছাড়লাম তোর ঘাট,
পরে ভাবি ওটা অপচয় নয়,
ওটা জীবনের পাঠ।