কাঁচভাঙ্গা মাড়ে সুতার মাঞ্জা,
বিকালে ঘুড়ির যুদ্ধ,
ঘুড়ির আকাশ সুতায় আট্ কা,
সারাদিন অবরুদ্ধ।
বিকালে আকাশে বাতাসে ঘুড়িরা
মাটিতে নাটাই চলছে,
নাটাইওয়ালার সুতার মাঞ্জা
যুদ্ধের কথা বলছে।
সুতাকাটা ঘুড়ি এখনো আকাশে,
আউলি বাউলি খেলা,
বুড়ো আঙ্গুল আকাশে দেখছে
নাটাই, নাটাইওয়ালা।