হাত পাও আছে, মানবতা নাই,
তাই দিয়ে কাজ সারতো ;
শুকনায় বাঁধ, বর্ষায় খুলে,
দুইদিকে প্রাণে মারতো।
বৈঠার হাত ঝড় তোলে, সব,
আমার দামটা বুঝতো,
কোন এককালে নৌকাবাইচে
আমাকেও তারা খুঁজতো।
নদী মরে গেছে, বাইচ আর নাই,
নৌকাও নিখোঁজে,
আমার মতো পাগলের দল,
এখনো নদীটা খোঁজে।
নৌকার মাঝি নৌকায় নাই,
কে কোথায় আছো বলবে ?
অর্ধেক ছাড়ে অর্ধেক দিয়ে
পুরোটা কি করে চলবে ?
নেশা নাই, পেশা কবেই চুকেছে,
হাওয়ায় হাওয়ায় আছি,
পানি নাই, নাই নৌকাও তবু
পেশায় নেশায় মাঝি।