অভাবের দেশে ঝগড়া ভরসা,
মারামারি লাগে কম,
খালিপেট বেশি কারণ খোঁজে না,
লেগে যায় হরদম।
খারাপ গালিটা শুরুতে পাড়িনা,
পাড়তে লজ্জা করে,
গালির মাত্রা ক্রমাগত বাড়ে,
রাগের মাত্রা ধরে।
কাসুন্দিময় গম্ গমে গলা,
শয়তান নাচে রাগে,
ঝগড়াটে সব ঘুমিয়ে পড়লে
মঞ্চটা ফাঁকা লাগে।