কালো মেঘ দেখি আকাশে, বৃষ্টি,
আসবে আসবে ভাব,
মেঘ সরে যায়, হাওয়া বয়, হাওয়া,
ফুলের বাগানে সাপ।
আসবে বলেছে, আসেনি, আমার
প্রস্তুতি বরবাদ,
পূর্বাভাসের আশ্বাস ছিল,
বৃষ্টিবহুল রাত।
পিঁপড়ের সারি সিগন্যাল দেয়,
নাক পায় সোঁদা গন্ধ,
কান পেতে শুনি মেঘনাদ,শেষে,
বৃষ্টি বাদল বন্ধ !
অফিসের সব পরিধেয় পরে,
ছাতাটা মাথায় ধরেছি,
বৃষ্টি এসেছে ! ছাতা ছুঁড়ে ফেলে,
বৃষ্টিবরণ করেছি।
থার্মোমিটার মুখে ঠাসা, হবে,
একশো, একশো এক,
গিন্নি ক্ষেপেছে, ক্ষেপুক, বৃষ্টি
আমায় ভেজায় দ্যাখ্ !