কখ‌নো ক্ষুধায়, কখন কি দায়,
আর যে কান্না পায় না!
পা‌নি শেষ, শুধু শ‌ব্দে কান্না,
পা‌শের বা‌ড়ি‌তে রান্না বান্না,
লজ্জা পেও না, সামা‌জিক শোক,
এর বে‌শি টানা যায় না।