তাকে পেয়ে আর কিচ্ছু চাইনা,
শেষ, দুনিয়ার বায়না,
ওয়েটিং রুমে শঙ্খিনী ফোঁসে,
চাইলেও দেখা পায়না।
"ধীরে চলো নীতি" কচ্ছপ মানে,
খরগোস হেসে রয়না,
নীতি মানে পিছে আছে কিছু কথা,
শোনা হয়, পড়া হয়না।
কচ্ছপ কেন ধীরে চলে, দ্রুত
খরগোস আমি বুঝিনা,
ফোঁসফাঁস করে লাভ নেই, আমি
কিচ্ছুটি আর খুঁজিনা।