আমি চুপ মানে মরা ঘরবাড়ি,
চুপচাপ থাকা শিখিনি,
একদিন কথা কথায় হারাবে
কখনো ভেবে তা দেখিনি।
আজকাল কথা কোথাও যায়না,
কেউ তা শোনেনা তাই,
চুপচাপ হয়ে কথাদের দেখি
যাওয়ার জায়গা নাই।
কথারা যাওয়ার জায়গা না পেলে
চুপচাপ থাকা শিখি,
দুনিয়ার সব হৈ চৈ আমি
চুপচাপ হয়ে দেখি।