কি ক‌রে মার‌বে, পা‌নি‌তে বি‌ষের
কারবার হ‌লে কেয়ামত,
শয়তানকূল, সা‌থে রাজাকার,
সায় দি‌য়ে, দি‌য়ে যায় মত।

পা‌নিবা‌হিতরা রোগ ব্যা‌ধি হ‌য়ে
সুই‌মিং পু‌লে হা‌নিমুন,
হাল ছাড়‌বে না বাঙা‌লি, সু‌পেয়
আন‌বেই, ওটা তার গুণ।