অসভ্যতায় গুড়ো হয় কত
মন্যুমেন্ট, রটে কাহিনী,
সভ্যতা কি জিজ্ঞাসিলে,
লেলায় মূর্খ বাহিনী।
আমি যদি তাঁর কাছে যেতে চাই,
যেতে চাই,যাওয়া হবে না,
কিতাবাদি পড়ে, মাইকে তা ঝেড়ে,
কেরানী রক্ষা পাবে না।
আত্মার খোঁজে আত্মা, পিতাকে
একলা একলা ডাকি,
সন্তান হয়ে পিতাকে বুঝতে
একলা একলা থাকি।