আমি জানি তুমি,
কি কি কি গুছিয়ে
কতটা লক্ষ্মী হয়েছো ;
এখনো জানিনা,
বলো নাই বলে সয়না,
যা যা যা সয়েছো।
আটকাই, তুমি মনে মুখে বলো
"ডানার বাঁধন খুলে দাও",
সস্তা কথার সর্বনাশে
এখনো সাহসী হতে চাও।
শনিবার নিয়ে রঙিন স্বপ্নে
ভয়ে এতটুকু কাঁপোনি,
ছড়ি নিয়ে বসা কুলাঙ্গারের
রবি সোম তুমি ভাবোনি।
আলোর নাচনে
মথের মৃত্যু,
ফিনিক্স হবে সে ভাবেনা,
এক শনিবার,
পালাবো আমরা,
ছড়ি হাতে কেউ পাবেনা।