শা‌স্তি না পে‌লে,
কোথাও যায় না,
শা‌স্তি পাবার,
সুপ্ত ভয়,
শা‌স্তি পে‌লে,
শা‌স্তি পাবার,
ভয় নি‌মে‌ষেই,
উধাও হয়।

শ‌নির দশায়,
পড়ার প‌রে,
আবার যখন,
শ‌নির জয়,
ঐ শ‌নিটা,
বৃহস্প‌তি,
যতই লো‌কে,
উ‌ল্টো কয়।