খাল পার হই লুঙ্গি মাথায়,
ভেজাবো না, নিজে ভিজবো,
যত দূরে যাও, যেতে পারো তুমি,
হারাবে না, আমি খুঁজবো।
শুকনায় নয়, ফুটবল ভিজে
আছড়ে পাছড়ে খেলবো,
পাখি নই তবু তোমাকে খুঁজতে
স্বপ্নের ডানা মেলবো।
ঘোর বর্ষায় কলার ভেলায়
ডুবে ডুবে ডুবে ভাসবো,
তেত্রিশ দাও, কিংবা না দাও,
আমি ঠিক ঠিক আসবো।