তেইশ শ' কবিতা সৃষ্টির পর
ভাবলাম ঢের হয়েছে,
ক্রিটিকের দল উঠতে বসতে
কত না যাতনা সয়েছে!
কবিতার লাইন আন্দোলনে
মাথায়, লেখার খাতায়,
"কবিতা তোমায় দিলাম ছুটি"
লিখি কবিতার পাতায়।
কবিতার আমি খাই না, পরি না,
কবিতা কোথায় রাখবে?
কবিতার বই এ আগুন লাগালে
জ্বালানীর কাজে লাগবে।
অবসরে আর কবিতা লিখি না,
প্রিয় কবিকূল ডাকছে,
আমার আমিটা শব্দে শব্দে
নিঃশব্দে আঁকছে।
মরার আগে অবসর বলে
নাই কিছু, ঠেকে শিখলাম,
অবসর ফের অবসর পায়,
আবার কবিতা লিখলাম।