মানসম্মা‌ন
টায়ার হ‌লে,
পাংক্চার তা‌রে ক‌রে‌ছি,
মানসম্মান,
ফুটবল হ‌লে,
লা‌ত্থি খে‌য়েই মরে‌ছি।
কা‌ঠের চেয়া‌রে
মানসম্মান,
ঘুন‌পোকা হ‌য়ে ধ‌রে‌ছি,
আ‌লো দি‌লে তা‌রে
জোনাকীর ম‌তো
বোত‌লে বোত‌লে ভ‌রে‌ছি।