তোয়ালে জড়িয়ে গরম লাগে,
শরম লাগে তা খুলতে,
আদর করে বাঁদর ডাকে,
ভালো লাগে তবু ঝুলতে।
নখের ওপর শখের প্রলেপ,
অমলিন হাসি চলছেই,
লোকের খালি, চোখের বালি,
আকথা কুকথা বলছেই।
সুন্দর, আরো সুন্দর হলে
সবার নজর কাড়বেই,
আল্ গার যদি বল্ গা ছুটে,
সমস্যা তো বাড়বেই।
চোখ রাঙিও না, শুনতে চাই না,
অনাকাঙ্খিত ভাবনা,
রৌদ্রের শুধু আলো চাই, তার
অনাবশ্যক তাপ না।