আটআনার হা‌তে এক টাকা ! দে‌খি,
খু‌শির কান্না মো‌ছে,
গাল পে‌তে ঠোঁ‌টে চুমুটা জুট‌লে
বে‌হে‌স্তো কে খোঁ‌জে ?

একটানা কেউ জে‌তে‌নি,জে‌তে না,
মাছ ঢাকে কোন্ শা‌কে ?
জেতার ম‌তোই একটা দুইটা
হারার গল্প থা‌কে।

এই বু‌ঝি তোর পরকীয়া সুখ,
এই বুঝি তোর শা‌ন্তি,
এই বু‌ঝি সব লন্ড ভন্ড,
যখন বু‌ঝিস ভ্রা‌ন্তি।