চুপচাপ থাকা হয় নাই,
কথা বাড়ায়,
কথা‌কে বাড়াই,
অ‌মোচনীয় কথা,
ভাবায়,ভোগায়,
তাড়ায় নো‌টিশ ছাড়াই।
ব্যথাটা কমা‌তে,
প‌ট্টি প্র‌লেপ,
তিতাটা কমা‌তে মধু,
"ভা‌লোবাসি" আগে ব‌লে নাই,
দে‌খি ব‌লে বেশ,
শুধু শুধু।