হুক্কায় কোন টান দেই নাই,
বিড়ি খাই নাই, সিগারেট,
কাঙ্গালপনা কখনো করিনি,
হাসিমুখে কত আধা পেট!
পান, চুন, বাটি জর্দা চলেনা,
মাথা ঘোরে নাই কখনো,
মাথা ঘুরে যাবে এসব ছাড়াই,
বুঝতে পারিনি তখনো।
সেই চাল নাই, এখন আর আমি
দুনিয়ার পিছে চলি না,
ক্যাম্ নে কি হলো, জানতে চাইলে
কখনো কিচ্ছু বলি না।