সাবানের গড়া বাবল্ এর মতো
বেলুন বলয়ে থাকি,
এই পৃথিবীর সবকিছু থেকে
নিজেকে গুটিয়ে রাখি।
কত রং দেখি রঙ্গমঞ্চে
বেলুনে গুটিয়ে গুটিয়ে,
কত লোক দেখি হাসায়, হাসছে
শোকে দেখি কাঁদে লুটিয়ে।
আমি বাপু এত ঝামেলা চাইনা,
নিজের দিকটা বুঝি,
মানুষ বলেই বেলুন ফুটাতে
আনমনে পিন্ খুঁজি।