কে যেন কি কা‌নে,
পড়া‌য়ে দিয়ে‌ছে,
দরজা বন্ধ, মা‌নেনা,
মাথা কু‌টে কু‌টে,
রক্তার‌ক্তি,
পাষাণ খো‌লেনা, জা‌নেনা।
ঐ দরজায় টোকা দি‌য়ে কোন,
লাভ নাই,
টোকা দিও না,  
দরজা ধ‌র্মে,
যখন দেয়াল,
আশা নাই, দে‌খিও না।