এ ঘরে, ও ঘ‌রে উঁ‌কি মে‌রে মে‌রে,
খুঁজ‌ছে তন্ন তন্ন,
বেকু‌বের দল অস্ত্র কি‌নে‌ছে,
আমা‌কে মারার জন্য।
আমার দে‌হের র‌ন্ধ্রে র‌ন্ধ্রে,  
এত বিষ, এত বেদনা,
মৃত্যুর মা‌নে মু‌ক্তি, মর‌লে,
আমার জন্য কেঁ‌দো না।