আঁতুড় ঘরে বিষ খাওয়ানোর
নকশা ছিলো আঁকাই,
পদ্মা সেতুর জন্মদিনে
একটু পেছন তাকাই।
সবাই যখন হাত বাড়িয়ে
মুখ সরিয়ে নিলেন,
এক পৃথিবীর বাঁধার মুখেও
নেত্রী অটল ছিলেন।
মীরজাফরের তেলের বাটি,
চরকা যখন খোঁজে,
কেউ বোঝে নাই বাংলাদেশ এর
শেখের বেটি আছে।
তাঁর কারণেই পদ্মা সেতু,
এই জাতি তাঁর দেনায়,
দেশবিরোধী, জ্ঞানপাপীদের
পদ্মা সেতু চেনায়।
পেছন থেকে এখন তাকাও
বর্তমানের চাকায়,
পদ্মা সেতু আজ দাঁড়িয়ে,
বীর বাঙালির টাকায়।