মালিকানা দিতে
দ্বারে দ্বারে ঘুরি,
হাত পাও ধরে বায়না,
কেউ নিতে চায়,
ঠকিয়ে ঠকিয়ে,
কেউ মালিকানা চায় না।
সস্তা ঠাহরে,
ভিক্ষা জোটে না,
দাম হাঁকালেই দামী,
দুনিয়ার খেলা
বুঝে গেছি তাই,
আমার মালিক আমি।
উৎসর্গ : সম্মানিত কবি রীনা বিশ্বাস-হাসি
(মৈত্রেয়ী কবি)