অতি উৎসাহী নাক না গলালে,
মিষ্টি, মিষ্টি লাগে না,
টার্গেট বড়ো অসহায়, তবু,
কামান তোপ যে দাগে না!
ঠিকানার লোক যখন আমাকে
ঠিকানাবিহীন বানায়,
বাস্তু ছাড়াতে অতি উৎসাহী,
এগিয়ে বিদায় জানায়।
নাই কিছু যার, কিচ্ছু না হোক,
অতি উৎসাহী চাইবেই,
ডোবে ডোবে ভাব, ডোবে নাই কেন,
উত্তর চেয়ে ধাইবেই।