সব দিয়ে কেনা হাফপ্লেট রাইস
দুপুরে দুজনে খেয়েছি,
ভাংগা গলায় চিৎকার করে
দেশের গানটা গেয়েছি।
নর্থ এন্ড নয়, উত্তরখান এ
ওয়ানটাইম কাপে কফি চাই,
মেট্রোরেল এর টিকেট হাতে
নৌকায় গুলশান এ যাই।
থাপ্ ড়াই তবু বোঝেনা, বুঝাই,
বোঝেনা, ক্ষান্ত, মারি না,
সাবলেটে পাওয়া হৃৎপিন্ডকে
হৃদয় বানাতে পারি না।