কফির বদলে দুধ চিনি ছাড়া
চায়ের এতিম কাপ,
টেলিগ্রাফিক বার্তা, কথায়
বিরক্ত হাবভাব।
এখন নাকি আমার লেখা
পড়ার সময় পায় না,
সঙ্গে আনা আমড়া, বাদাম
কিচ্ছু খেতে চায় না।
আমার কথা ভাঙ্গা রেকর্ড,
নুন ছাড়া তরকারি,
অন্য কোথাও প্রেম হয়েছে,
ভালোই বুঝতে পারি।