তি‌রিশ দি‌নের,
শেষ প‌নে‌রো‌তে,
যখন কাউ‌কে পাইনা,
হাত পাও ধ‌রে,
ভিক্ষা চে‌য়ে‌ছি,
এখন আর কিছু চাইনা।
তু‌মি ম‌নে কর,
সব ঠিক আ‌ছে,
কারণ তাই দেখাই,
বা‌য়ো‌স্কো‌পের,
ঘোল খে‌য়ে যাও,
কারণ তাই খাওয়াই।