ইচ্ছার সাথে বাগড়া লাগলে
ইচ্ছাকে ঘুম পাড়াই,
অবস্থানের পাঙ্খা উড়লে
চলছি পাঙ্খা ছাড়াই।
প্রভুর কাছে কুকুর হয়ে
লেজটা ভীষণ নাড়াই,
আমৃত্যু দাস থাকার শর্তে
ভীমরতি সব তাড়াই।
একদিন খুব মন চায় সব
শৃঙ্খল ভেঙে দাঁড়াই,
রক্তচক্ষু এড়িয়ে অচেনা
পথটায় পা বাড়াই।