সম‌য়ের কথা অসম‌য়ে কেন,
সম‌য়ে কেউ তো কয়‌নি !
যতটা মেঘলা ‌ভে‌বে‌ছি আকাশ,
মেঘলা ততটা হয়‌নি।
মিল‌তেই হ‌বে, মান‌তেই হ‌বে,
মান‌লে সর্বনাশ,
কথার সময়জ্ঞা‌নের সা‌থে
মে‌ঘের পূর্বাভাস।