আ‌বেগ যখন সর্বনাশা,
চোখদু‌টো ঠিক হারায় ভাষা,
‌কোথাও যখন ঠাঁই পে‌লে না,
আমার বাসায় যা‌বে?
হৃদয়‌কো‌ণে আমার বাসা,
নিত্য জ্বালাই পোড়াই আশা,
হাঁটুর সমান পা‌নির মা‌ঝেও,
মহাসাগর পা‌বে।



কৃতজ্ঞতা : সম্মা‌নিত ক‌বি আ‌রিফ সরদার।