অশ্বারোহীর বেয়াড়া ঘোড়ায়
যখন আমাকে খুঁজবে,
বেয়াড়া ঘোড়াটা আমি, ভূত,
ঐ অশ্বারোহীকে বুঝবে।
আরোহী ঘোড়াতে খুব চায় এক
ভূত হয়ে ভর করতে,
ঘোড়া যেন চায় দাপিয়ে, কাঁপিয়ে
নিস্তেজ হয়ে মরতে।
হল্লা মাচিয়ে, বারোটা বাজিয়ে
অবশেষে উঠে দাঁড়াই,
দাপিয়ে কাঁপিয়ে মরি নাই আমি
ভূতকে এলাকা ছাড়াই।