বিশ্বাস নিয়ে যুক্তি পালায়,
অতল বঞ্চনা,
কাউকে কিচ্ছু বলার নাইরে,
কিচ্ছু কাউকে না।
যন্ত্রের মতো মাটিতে শোয়াই,
শুনছি বন্দনা,
কাউকে কিচ্ছু বলার নাইরে,
কিচ্ছু কাউকে না।
মহাপ্রয়াণের মঞ্চে যখন
পাইনা সান্ত্বনা,
কাউকে কিচ্ছু বলার নাইরে,
কিচ্ছু কাউকে না।
বুকের ভেতর কষ্ট অনেক,
অনেক যন্ত্রণা,
কাউকে কিচ্ছু বলার নাইরে,
কিচ্ছু কাউকে না।