"নাই" এর জ্বালাকে বোঝাতে আসিনি,
জ্বালা আছে, জেনে রেখো,
আরেক "নাই" এর সাক্ষাতে জ্বালা
কিভাবে মেটাই দ্যাখো।
পাঠশালা ছিল চক্ ডাস্টারে,
শ্লেটে লিখি, শ্লেটে মুছতাম,
"নাই" কথাটাকে মোছার জন্য
জানিনা, কি যেন খুঁজতাম।
তিনকূলে কেউ নাই বলেছিল,
নাই ভাবলেই নাই,
ডাস্টার দিয়ে "নাই" মুছে দিয়ে,
আপন হলাম তাই।