ড্রয়ারের মাঝে আমি থাকি কেউ,
আমার নাগাল পায় না,
খাতা পুস্তক, ডায়েরীর ভাঁজে
ধুলাও জমতে চায় না।
আশেপাশে লোক, কথারা এখন
শুনতে বলতে চাও না,
ড্রয়ার, খাতা, পুস্তক, নোট
খোলার সময় পাও না।
মারে নাই কেউ, স্বীকার যাই না,
কিন্তু আঘাত পেয়েছি,
এতগুলো "না" , তারপরো খুশি,
আমি যে এটাই চেয়েছি !