দেখাও বলেই দেখে যাই, সাথে
লিখে যাই, খুঁজে পাও না,
বেসুরো গলায় গান গাও রাতে
চাইলেও মাইক দাও না।
পুরাতন লোকে, পুরাতন শোকে
নতুনের ধার ধারি না,
পটকার জোরে, আতসের ভোরে
রাত্রে ঘুমাতে পারি না।
পুরাতন শোক, পুরাতন ব্যথা,
নতুন রাত্রে খুলো না,
পালকে পালক গুঁজে দিও খোপা
ফুল চায়, দিতে ভুলো না।