"এখন আ‌মি
তোর চে‌য়েও মোটা, মোটা।
নামটা দিবি ?"
বল‌লি, "কক্ষ‌নো না"।
এখ‌নো মন চায়,
কা‌চ্চি হাফ খে‌তে
মতি‌ঝি‌লে।
সবাই নি‌ষেধ ক‌রে।
নি‌ষেধ মান‌বি?
জিহ্বা কয়, কক্ষ‌নো না।
অদ্ভুত সম‌য়েও
দেশ লাইভ খেল‌লে
ব‌সে যাই টি‌ভির সাম‌নে।
বউ ব‌লে, "ঘু‌মো‌বে না?"
ম‌ন কয়,
কক্ষ‌নো না,
কক্ষ‌নো না।