মিউ মিউ ছেড়ে বিড়াল হলেও
মওকায় বাঘ সাজি,
দুই বাম পায়ে জন্ম হলেও
নায়িকা পটাতে নাচি।
জ্ঞানপাপ করে মহামানবের
কাতারে নিজেকে ঢোকাই,
ধরা খেলে যেন ল্যাংটা না করে,
এখানে ওখানে লুকাই।
জীবন জুয়ায় জেতার মূল্যে
সব দিয়ে থুয়ে থামি,
আয়নায় দেখি আমার খুনিকে,
আমার ব্রুটাস আমি।