সব ঠিকঠাক, কার পরে কি,
আগে যদি খোঁজো, সেটাও,
এসব নড়েনা, ঝাড়ু দিয়ে তারে,
যত খুশি তুমি পেটাও।
এতে লাভ যার, সে তো মহাখুশি,
নাই যার, ঝাড়ু টানে,
শকুন,শকুনী, বুড়ো বক সব
বলে যায় কানে কানে।
লাভ নাই জানি, মনেপ্রাণে তাও
ঢিলটা মারতে চাই,
গড্ডালিকার প্রবাহ ভাঙ্গতে
বুঝে বা না বুঝে ধাই।